চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ডেইরী খামারীদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে কর্ণফুলী ডেইরী ফার্মারস ফোরামের নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে মোহাম্মদ ইকবালকে সভাপতি, নঈম মোহাম্মদ ওবাইদুল্লাহকে সেক্রেটারি এবং জিয়াউর রহমানকে অর্থ সম্পাদক করা হয়েছে।
৯ সেপ্টেম্বর (সোমবার) কর্ণফুলী উপজেলার ফকিরনির হাট এলাকায় ফার্মারসদের নিয়ে আয়োজিত সমাবেশে নতুন এ কমিটি ঘোষণা করা হয়।
এতে সভাপতিত্ব করেন মোহাম্মদ ইকবাল এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা জামায়াতের আমীর মনিরুল আফছার চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি নুর উদ্দিন জাহাঙ্গীর, ইলিয়াছ মেম্বার, জিয়াউর রহমান, মোঃ আক্কাছ, মাওলানা মুসা প্রমুখ।
সভা শেষে ১৪০ জন সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়। এসময় খামারীদের সুযোগ সুবিধা ও সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে নতুন কমিটি বিশেষ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন খামারীরা।