‘এখন ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে কি না, এটি তাদের বিষয়, তাদের সিদ্ধান্ত। ভারতের সঙ্গে আমাদের অপরাধীদের ফেরত আনা চুক্তি রয়েছে। চুক্তি অনুযায়ী ফেরত আনতে পারার কথা। তবে এখানে একটি আইনি প্রক্রিয়া রয়েছে। এ বিষয়ে কোনো অনুমান না করাই ভালো।’
সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সে সাক্ষাতকারে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এসব কথা বলেন।
শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনা নিয়ে জানতে চাইলে মো. তৌহিদ হোসেন বলেন, ভারতের কাছে ফেরত চাইলে শেখ হাসিনাকে দিতে হবে, এটি বুঝাতে চাইনি। যদি আইনি প্রক্রিয়া থেকে একটি চাহিদা আসে, তাহলে বাংলাদেশ ফেরত চাইবে। যদি আইন-আদালত পররাষ্ট্র মন্ত্রণালয়কে বললে শেখ হাসিনাকে ফেরত আনার জন্য ব্যবস্থা করা হবে।

শেখ হাসিনার ভারতে আইনি মর্যাদাটা কি? জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এটি বরং ভারতীয়দের জিজ্ঞাস করুন।
বাংলাদেশে ভারত বিরোধী নিয়ে প্রশ্ন করলে মো. তৌহিদ হোসেন বলেন, এ কারণে এক ধরনের ভীতি রয়েছে, সেটি আতঙ্ক নয়। আতঙ্ক শব্দটি খুবই শক্ত শব্দ হয়ে যায়।