বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ এনে গত ২২ আগস্ট একটি মামলায় আসামি করা হয়েছিল জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে।
এর বাইরে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় দায়ের করা বেশ কয়েকটি মামলায় আসামি করা হয়।
আজ সোমবার (২৬ আগস্ট) রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করেছ ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আওয়ামী লীগ নেতৃত্বাধীন রাজনৈতিক জোট কেন্দ্রীয় ১৪ দলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা।
এর আগে গত ২২ আগস্ট কেন্দ্রীয় ১৪ দলের আরেক গুরুত্বপূর্ণ নেতা বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননও গ্রেফতার হন।