১৪ই মার্চ, ২০২৫

আনসার সদস্যরা আমাদের ব্লেকমেইল করে আটকে রেখেছে : হাসনাত আব্দুল্লাহ

হাসনাত আব্দুল্লাহ

শেয়ার করুন

চাকরিতে স্থায়ী করার ১ দফা দাবিতে রাজধানী ঢাকা ও আজ চট্টগ্রামে রাস্তা আটকে সমাবেশ করেছে আনসার সদস্যরা। পরে আনসার বাহিনীর দশ সদস্যকে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরি বৈঠকে বসেন পাঁচ উপদেষ্টা।

এর মধ্যে রাত সাড়ে আটটার সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সদস্য হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে বলেন, দাবি মেনে নেওয়ার পরও আনসার সদস্যদের একটি অংশ এখনও উপদেষ্টাদের সচিবালয়ে আটকে রেখেছে। এই সংকটের সময়ে তারা সবাইকে আটকে রেখে ব্লেকমেইল করছে।

এর কয়েক মিনিট পর আরও একটি স্ট্যাটাসে তিনি বলেন, সবাই রাজুতে (রাজু ভাস্কার্য চত্ত্বর) আসেন। স্বৈরাচারীশক্তি আনসার হয়ে ফিরে আসতে চাচ্ছে। দাবি মানার পরও আমাদের সবাইকে সচিবালয়ে আটকে রাখা হয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন