সেপ্টেম্বরে ঢাকায় আসছে বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয় পাকিস্তানের ব্যান্ড দল জাল। আগামী ২৭ সেপ্টেম্বর রাজধানীর পূর্বাচলের ঢাকা অ্যারেনায় ‘লিজেন্ডস অব দ্য ডিকেড’ শিরোনামে অনুষ্ঠিত একটি কনসার্টে তারা গান করবেন।
এর আগে ২০১০ সালে সর্বপ্রথম তারা ঢাকায় এসেছিল। ঢাকায় আসার বিষয়টি নিশ্চিত করেছেন ব্যান্ড দলটির ভোকাল ও গিটারিস্ট গহর মমতাজ।
শুক্রবার ফেসবুকে একটি কনসার্টের ছবি শেয়ার করে গহর লেখেন, ‘হ্যালো বাংলাদেশ। শিগগির দেখা হচ্ছে।’

এর বাইরে বিস্তারিত কিছু না লিখলেও জানার জন্য একটি ওয়েবসাইটের লিংক শেয়ার করেন। সেই ওয়েবসাইট থেকে জানা যায়, কনসার্টটি আয়োজন করছে অ্যাসেন বাজ, গেট সেট রক ও জিরকোনিয়াম। কনসার্টের দিন বিকেল ৫টায় খোলা হবে গেট। আয়োজন শুরু হবে সন্ধ্যা ৬টায়।
ইতোমধ্যে তারা গেট সেট রকের ওয়েবসাইটে টিকিট বিক্রি শুরু করেছে। দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৫০ টাকা। তবে জাল ছাড়া অন্য পারফর্মারদের নাম ঘোষণা করেনি আয়োজকরা।
ইন্টারনেট সূত্রে জানা গেছে, ব্যান্ড দলটির অন্যতম প্রতিষ্ঠাতা পাকিস্তানের জনপ্রিয় শিল্পী আতিফ আসলাম। দলটির আরও দুই অন্যতম সদস্য ওমর নাদিম ও সালমান অ্যালবার্ট। 2004 সালে প্রকাশ পায় তাদের প্রথম অ্যালবাম ‘আদাত’।
এই অ্যালবামের ‘লামহে’, ‘আদাত’, ‘পানছি’, ‘বিখরা হু ম্যা’ গানগুলো দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। শুধু নিজ দেশ পাকিস্তানেই নয়, জাল ব্যান্ডের জনপ্রিয়তার ঢেউ আছড়ে পড়ে বিশ্বব্যাপী। বাংলাদেশেও তুমুল জনপ্রিয় ব্যান্ডটি।