১৪ই মার্চ, ২০২৫

সমর্থককে কুপিয়ে হত্যা, শামা ওবায়েদকে এক নম্বর আসামি করে মামলা

মহানগর ডেস্ক

ফাইল ছবি

শেয়ার করুন

ফরিদপুরে কৃষক দলের নেতা কবির ভুঁইয়াকে (৫০) কুপিয়ে হত্যার অভিযোগে বিএনপির সাংগঠনিক সম্পাদক (পদ স্থগিত) শামা ওবায়েদকে এক নম্বর আসামি করে ৩৬ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।

গতকাল (শুক্রবার) মধ্যরাতে নগরকান্দা থানায় নিহত কবির ভুঁইয়ার স্ত্রী মোনজিলা বেগম (৪৪) বাদী হয়ে মামলাটি দায়ের করেন। যার মামলা নং – ০৮। এ মামলায় এজাহারভুক্ত ৩৬ জনের মধ্যে নগরকান্দা উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল (৫০) ও তার ভাই মাসুদুর রহমানও রয়েছেন।

জানা গেছে, কবির ভুঁইয়া কৃষক দলের কেন্দ্রী সাধারণ সম্পাদক (পদ স্থগিত) শহীদুল ইসলামের সমর্থক ছিলেন

এর আগে, গত ২১ আগস্ট সন্ধ্যায় স্থানীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করে শহীদুল ইসলাম অভিযোগ করে বলেছিলেন, আমি দ্ব্যর্থহীনভাবে বলি, এ খুনের নির্দেশদাতা শামা ওবায়েদ ইসলাম। স্পষ্টভাবে আমি এ কথা বলছি। তিনিই খুনের মদদদাতা, নির্দেশদাতা।

এ ঘটনার পর বুধবার রাতেই বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত আলাদা দুই পত্রে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ শহীদুল ও শামা ওবায়েদের সব পদ স্থগিত করেন।

তবে শামার প্রাথমিক সদস্যসহ সব পদ স্থগিত করলেও গতকাল শুক্রবার (২৩ আগস্ট) বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমদ মারুফের সঙ্গে সাক্ষাৎ এবং পরবর্তীতে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর পাশে স্পেশাল অ্যাসিসট্যান্ট টু দ্য চেয়ারপারসনস ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য পরিচয়ে উপস্থিত ছিলেন শামা ওবায়েদ।

জানতে চাইলে শামা ওবায়েদ গণমাধ্যমকে বলেন, মামলার বিষয়টি এখনও আমার জানা নেই। তবে মামলার কপি হাতে পাওয়ার পর অফিশিয়ালি বক্তব্য দেব।

আরো পড়ুন : জরুরি সতর্কতা : ছয় ইঞ্চি খুলে দেয়া হবে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

শেয়ার করুন

আরও পড়ুন