১৪ই মার্চ, ২০২৫

লক্ষ্মীপুরে হু হু করে বাড়ছে পানি, শেষ সম্বল নিয়ে আশ্রয়কেন্দ্রে ছুটছে মানুষ

শেয়ার করুন

ফেনীর পর লক্ষ্মীপুরে হু হু করে বাড়ছে পানি। ঘর-বাড়ি ডুবে যাওয়া ভুক্তভোগীরা নিজেদের শেষ সম্বলটুকু বুকে জড়িয়ে আশ্রয়কেন্দ্রের দিকে ছুটছে।

জানা গেছে, শুক্রবার থেকে বৃষ্টি নেই লক্ষ্মীপুরে। পাশর্^বর্তী নোয়াখালী জেলার বন্যার পানি রহমতখালী খাল হয়ে লক্ষ্মীপুরে ঢুকে পড়েছে। এতে পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চলের বাড়িঘরে কোথাও হাঁটু পরিমাণ আবার কোথায় বুকপরিমাণ পানি জমেছে। ফলে আতঙ্কিত হয়ে সেখানকার মানুষ আশ্রয়কেন্দ্রে উঠছে।

জেলাটির সদর উপজেলার পৌর এলাকা, মান্দারী, চন্দ্রগঞ্জ, উত্তর জয়পুর, দত্তপাড়া, চরশাহী, কুশাখালী, তেওয়ারীগঞ্জ, ভবানীগঞ্জ, বাঙ্গাখা, পার্বতীনগর, টুমচর ইউনিয়ন এবং জেলার কমলনগরের চরকাদিরা ও রামগতি চর বাদাম, চর পোড়াগাছা ইউনিয়ন, রায়পুর এবং রামগঞ্জ উপজেলাতে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে।

জেলা প্রশাসক সুরাইয়া জাহান বলেন, জেলার পাঁচ উপজেলার প্রায় ছয় লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্গতদের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হচ্ছে।

শেয়ার করুন

আরও পড়ুন