গত ৫ আগস্ট ছাত্র-জনতার রক্তস্নাত গণঅভ্যুত্থানের মাধ্যমে দীর্ঘদিন ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। বিজয় উল্লাসের প্রাক্কালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের বিতর্কিত ভুমিকায় ক্ষিপ্ত হয়ে উঠে সাধারণ মানুষ। এ সময় কিছু দুর্বৃত্ত পূর্ব পরিকল্পিতভাবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় ভাংচুর, অগ্নিসংযোগ এবং লুটপাট চালায়। লুটপাটের ঘটনায় থানাসমূহ থেকে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং বিভিন্ন সরঞ্জামাদি লুট করে নিয়ে যায়।
লুটপাট হওয়া অস্ত্র ও গোলাবারুদ চট্টগ্রাম মহানগরের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ালে র্যাব-৭ সচেতন নাগরিকদের এ ব্যাপারে তথ্য দিয়ে সহায়তা করার জন্য আহ্বান জানান।
তারই প্রেক্ষিতে গতকাল মঙ্গলবার (১৩ আগস্ট) পর্যন্ত স্থানীয় সচেতন নাগরিকদের কাছ থেকে এবং গোয়েন্দা নজরদারির মাধ্যমে ২১টি বন্দুক এবং ২৭৫ রাউন্ড গুলি উদ্ধার করে র্যাব-৭।

আরও পড়ুন : সংখ্যালঘু হিসেবে নয়, দেশের নাগরিক হিসেবে অধিকার চাইবেন : ড. ইউনূস