সজীব ওয়াজেদ জয় বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাস করছেন। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টার দায়িত্বে ছিলেন। শেখ হাসিনা দেশ ত্যাগের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি কিছুটা নিয়মিত হয়েছেন। আমেরিকায় বসে অনেকটা কূল হারা বাংলাদেশ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের তিনিই নেতৃত্ব দিচ্ছেন।
গতকাল সোমবার সকালে গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে ‘গণ্ডগোল’ না পাকিয়ে দল গোছানোর পরামর্শ দিয়ে একটি বক্তব্য দিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। তার এই বক্তব্যের জেরে তাৎক্ষণিক আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এ সময় অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ উপদেষ্টাদের হুঁশিয়ার করে বলেন, আমরা সব উপদেষ্টাদের মনে করিয়ে দিতে চাই, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যদিয়ে আপনি উপদেষ্টা হয়েছেন। সুতারাং, যখন তখন বক্তব্য দেয়ার সময় যেন ৫ই আগস্ট আপনার মাথায় থাকে, না হয় আমরা ছাত্ররা আপনাদের গদি থেকে টেনে নামাতে দ্বিধাবোধ করব না।
এদিন বাংলাদেশ সময় রাত ১১ টায় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সজীব ওয়াজেদ জয় তার ফেসবুক পেইজে লেখেন, আজ স্বরাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগকে বাংলাদেশের একটি বড় দল হিসেবে পুনরায় সংগঠিত হতে বললেন একই সঙ্গে এ দেশের স্বাধীনতা যে আওয়ামী লীগের হাত ধরেই এসেছে সেটাও উল্লেখ করলেন। তার এই সৎ পরামর্শ কোনোভাবেই মেনে নিতে পারল না সেই একই ‘মব’, উল্টো তারা স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমার মায়ের মতোই পরিণতি ভোগ করতে হবে বলে হুমকিও দিয়েছেন।

সোমবার (১২ আগস্ট) দুপুরে সচিবালয়ে সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আওয়ামী লীগকে নতুন মুখ নিয়ে দল গোছাতে বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও তাদের সাহায্য করা হবে বলেও জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের প্রতিক্রিয়ায় আরেক সমন্বয়ক সারজিস আলম বলেন, আমরা আজকে আপনাদের কিছু বিষয়ে সতর্ক করতে এসেছি। ৫ আগস্ট স্বৈরাচার তাড়ানোর পরদিন থেকে কিছু কুচক্রী মহল ক্যু করার চেষ্টা করছিল। আমরা ছাত্র-জনতা তা দমন করি, এরপর সর্বশেষ বিচার বিভাগীয় ক্যু করার চেষ্টা করলে আপনাদের অক্লান্ত পরিশ্রমে তা রুখে দিতে সক্ষম হয়েছি৷ আমাদের বিপ্লবকে নস্যাৎ করতে এখনো একটি মহল ক্যু করার ষড়যন্ত্র করছে। আমরা ছাত্র-জনতা তাদের পরিকল্পনা সফল হতে দেব না।
আরও পড়ুন : সংখ্যালঘু হিসেবে নয়, দেশের নাগরিক হিসেবে অধিকার চাইবেন : ড. ইউনূস
আরও পড়ুন : অতি উৎসাহী উপদেষ্টাদের ওপর ক্ষেপল ছাত্ররা, দিল ৩ দাবি
মহানগরনিউজ/এআই
