৫ই ডিসেম্বর, ২০২৫

হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে শিক্ষার্থীর মৃত্যু, শেখ হাসিনার বিরুদ্ধে আরেক মামলা

শেখ হাসিনা

শেয়ার করুন

গত দুই দিনে শেখ হাসিনা ও তার সহযোগিদের বিরুদ্ধে ৪টি মামলা দায়ের করা হয়েছে। এবার রাজধানী ঢাকার মোহাম্মদপুর থানা এলাকায় হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে দারুননাজাত ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থী জোবাইদ হোসেন ইমন নিহতের ঘটনায় শেখ হাসিনাসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে এই মামলা করেন ইমনের মামা আবু সাঈদ। আদালত মোহাম্মদপুর থানার ওসিকে মামলাটি এফআইআর হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

মামলায় অন্যান্য আসামিরা হলেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ বিষয়ক সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন, পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক অতিরিক্ত আইজিপি ও র‌্যাবের সাবেক মহাপরিচালক হারুন অর রশীদ, অতিরিক্ত আইজিপি ড. খ মহিদ উদ্দিন, ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) হারুন অর-রশীদ, যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার।

এর আগে গত দুই দিনে আরও ৪টি মামলা হয় শেখ হাসিনাসহ তার সহকারীদের বিরুদ্ধে।

শেয়ার করুন

আরও পড়ুন