১৯শে জুন, ২০২৫

ডাকাতির প্রস্তুতিকালে চট্টগ্রামে দুই ডাকাত হাতেনাতে গ্রেফতার

শেয়ার করুন

চট্টগ্রাম শহরের পাহাড়তলীতে ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ মে) রাত সাড়ে নয়টার দিকে পাহাড়তলী থানাধীন দক্ষিণ কাট্টলী জেলে পাড়া ও নোয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ১টি কাঠের বাটযুক্ত রিভালবার, পাঁচ রাউন্ড ৩২ কেলিবারের তাজা গুলি, ১টি কাঠের বাটযুক্ত ধারালো ছোরা এবং ১টি কাঠের বাটযুক্ত লোহার ধারালো দা উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্র-গুলি গত ৫ আগষ্ট পাহাড়তলী থানা থেকে লুট করে তারা।

গ্রেফতার দুজন হলেন – মো. পারভেজ প্রকাশ অপশন পারভেজ (২৫) এবং রিয়াজুর রহমান প্রকাশ টাকলা মুরাদ (২২)।

পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ মো. বাবুল আজাদ বলেন, ডাকাতির প্রস্তুতিকালে দুজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

আরও পড়ুন