চট্টগ্রামের চাঁদা না পেয়ে পেয়ে দেলোয়ার হোসেন নামে এক দুবাই প্রবাসীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে।
সোমবার (২৬ মে) সকালে চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি ইউনিয়নে সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। গুরুতর আহত দেলোয়ার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
পরিবার সূত্রে জানা গেছে, প্রবাসী দেলোয়ার ২০০১ সাল থেকে দুবাইয়ে বসবাস করছেন। দেড় মাস আগে নিজ গ্রামে ফিরে তিনি পারিবারিক বাড়ির দ্বি-তলার নির্মাণকাজ শুরু করেন। এরপর থেকেই স্থানীয় একদল চিহ্নিত সন্ত্রাসী তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করতে থাকে। পরবর্তীতে এ ঘটনায় জিডি করলে প্রবাসীর উপর হামলা চালায় তারা।

আহতের ছোট ভাই রুবেল হোসেন জানান, আমাদের বাড়ির নির্মাণকাজ চলছে। কয়েকদিন আগে একাধিকবার মোবাইলে ফোন দিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে কিছু লোক। এরপর প্রকাশ্যে এসে চাঁদা চাইতে থাকে। আমরা ভিডিও করে রেখেছি এবং থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেছি। এর জের ধরেই আজ আমার ভাইয়ের ওপর হামলা চালানো হয়।
এদিকে, পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে—চাঁদা দাবিকারীদের মধ্যে নাজিম, হাসানুজ্জামান শাওন, আবছার, নেজাম, শাকিল ও শাকিব নামের কয়েকজন নিয়মিত এলাকায় অপরাধ কর্মকাণ্ডে জড়িত।