১৯শে জুন, ২০২৫

চট্টগ্রাম বিপনি বিতানে ভোটবিহীন পাঁতানো নির্বাচন, ফের নির্বাচন চেয়ে ৫ দফা দাবি ব্যবসায়ীদের

শেয়ার করুন

চট্টগ্রামের ঐতিহ্যবাহী বিপনি বিতান (নিউ মার্কেট) ব্যবসায়ীদের সংগঠন বিপনি বিতান মার্চেন্টস ওয়েলফেয়ার কমিটির সর্বশেষ নির্বাচন প্রক্রিয়াকে “ভোটবিহীন, পাঁতানো ও অনৈতিক” আখ্যা দিয়ে পাঁচ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছেন সাধারণ ব্যবসায়ীরা।

আজ শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বিপনি বিতান সাধারণ ব্যবসায়ীদের ব্যানারে লিখিত বক্তব্যে শাহাদাত হোসেন বলেন, ১৯ মার্চ ২০২৫ তারিখে ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী ২১ মে ২০২৫ তারিখে নির্বাচন হওয়ার কথা থাকলেও তা কোনো নির্বাচন ছাড়াই সম্পন্ন করা হয়। দুইটি প্যানেলের ৩০ জন প্রার্থীর মধ্যে মাত্র ১৫ জন প্রার্থী মনোনয়ন জমা দেন এবং তাদের “বিনাভোটে” বিজয়ী ঘোষণা করে একটি কমিটি গঠন করা হয়।

তিনি অভিযোগ করেন, খুরশিদ আলম ও নিজাম উদ্দিন নেতৃত্বাধীন দুটি প্যানেলের মধ্যে ‘অভ্যন্তরীণ সমঝোতার’ মাধ্যমে একপেশে কমিটি গঠন করা হয়েছে। এমনকি সাধারণ সদস্য হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহকারী একজন প্রার্থীকে জমা দিতে বাধা দেওয়া হয়।

এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, ১২ মে নির্বাচন কমিশনার এবং ১৩ মে মার্কেট তত্ত্বাবধায়ক বরাবর অভিযোগ দেওয়া হয়। তারপরও কোনো তদন্ত ছাড়াই ১৪ মে চূড়ান্তভাবে বিনা ভোটে প্যানেল ঘোষণা করা হয়, যাতে তিন নির্বাচন কমিশনারের মধ্যে মাত্র দুইজনের স্বাক্ষর ছিল।

নতুন ঘোষিত কমিটিতে সৈয়দ খুরশিদ আলম সভাপতি ও নিজাম উদ্দিন শারুদ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান। কিন্তু সহসভাপতি পদে বিজয়ী ঘোষিত নুরুল আবছার চৌধুরী এই অনিয়ম বুঝতে পেরে শপথ গ্রহণ করেননি বলেও দাবি করেন বক্তা।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, প্রায় ৪৮৫ জন নিবন্ধিত ভোটারের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। অনেকেই বিদেশ থেকে ভোট দিতে এসেছেন, ২০ লাখ টাকার বেশি চাঁদা জমা দিয়েছেন, অথচ তাদের অংশগ্রহণ ছাড়াই নির্বাচন সম্পন্ন হয়েছে।

ব্যবসায়ীদের পাঁচ দফা দাবি:
১. ১৯ মার্চ ঘোষিত তফসিল বাতিল
২. স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন
৩. অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন
৪. অনিয়ম তদন্ত করে ব্যবস্থা গ্রহণ
৫. গঠিত কমিটিকে অবৈধ ঘোষণা

ব্যবসায়ীরা হুঁশিয়ারি দেন, দাবিগুলো মেনে না নিলে তারা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ অব্যাহত রাখবেন এবং তথাকথিত এই কমিটিকে কোনোভাবেই মেনে নেবেন না।

শেয়ার করুন

আরও পড়ুন