১৯শে জুন, ২০২৫

আমেরিকা থেকে দেশে ফেরার পথে বিমানবন্দরে আটক আ.লীগ নেতা গিয়াস উদ্দিন

শেয়ার করুন

আমেরিকা থেকে দেশে ফেরার পথে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিনকে গ্রেফতার করেছে বিমানবন্দর থানা পুলিশ।

শুক্রবার (২৩ মে) ভোর ৫টায় আমেরিকা থেকে স্ত্রীসহ ফেরার পথে মিরসরাই থানার করা একটি মামলায় তাকে আটক করা হয় বলেই পুলিশ জানায়।

শেষ খবর পাওয়া পর্যন্ত আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিনকে মিরসরাই থানার পুলিশ গিয়ে তাকে চট্টগ্রাম নিয়ে আসা হচ্ছে।

গিয়াস উদ্দিনের স্ত্রী তাহমিনা গিয়াস জানান, দীর্ঘদিন আমেরিকায় থাকার পর তারা দেশে ফিরছিলেন। বিমান থেকে নামার পরে ইমিগ্রেশন পুলিশ গিয়াস উদ্দিনকে আটক করে মিরসরাই থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়।

শেয়ার করুন

আরও পড়ুন