মানুষ মারা গেলেও তার কর্ম কখনও মারা যায় না। একজন আদর্শবাদী মানুষ মৃত্যুর পরেও বেঁচে থাকেন তার সৃষ্ট কর্ম ও সততার প্রতিচ্ছবিতে। প্রয়াত মো. নাসিরুল আলম ছিলেন একজন পরিশ্রমী, নিষ্ঠাবান ও নীতিবান সাংবাদিক। স্মরণসভায় সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিই তা প্রমাণ করে।
গতকাল বুধবার (২১ মে) রাতে টিভি ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (টিসিজেএ) চট্টগ্রামের প্রয়াত সহ-সভাপতি মো. নাসিরুল আলমের স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এ কথা বলেন।
টিসিজেএ সভাপতি শফিক আহমেদ সাজীবের সভাপতিত্বে নুর আহমদ সড়কস্থ সংগঠন কার্যালয়ে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা টেলিভিশনের চট্টগ্রাম অফিসের ডেপুটি ইনচার্জ তারেক মাহমুদ এবং দিগন্ত টেলিভিশনের সাবেক চট্টগ্রাম ব্যুরো প্রধান গোলাম মাওলা মুরাদ।

স্বাগত বক্তব্য রাখেন টিসিজেএ সাধারণ সম্পাদক মো. আশরাফুল আলম চৌধুরী মামুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সভাপতি এনামুল হক, সহ সভাপতি আলী আকবর, সাবেক সাধারণ সম্পাদক দীপংকর দাশ বাবু , ফরিদ উদ্দিন, সাইমুন আল মুরাদ, নবাব মিয়া৷ সাইফুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, প্রয়াত নাসিরুল আলম পেশাগত জীবনে সততা, নিরপেক্ষতা এবং সাহসিকতার সঙ্গে কাজ করেছেন।
শোকসভা শেষে আয়োজিত দোয়া মাহফিলে প্রয়াত সাংবাদিক মো. নাসিরুল আলমের আত্মার মাগফিরাত কামনা করে মুনাজাত করা হয়।