১৯শে জুন, ২০২৫

চট্টগ্রামে নিয়ম ভেঙে তৈরি করা ৭ তলা ভবন হেলে পড়েছে, ঝুঁকিতে বহু পরিবার

শেয়ার করুন

চট্টগ্রামের ফটিকছড়িতে নিয়মের তোয়াক্কা না করে তৈরি করা হয়েছে একটি ৭ তলা ভবন। ৬ তলা ভবনের অনুমোদন নিলেও করেছেন ৭তলা। ফলে ভবন নির্মাণের মাত্র ৪ বছরের মাথায় ভবনটি পাশের একটি ৬ তলা ভবনের ওপর হেলে পড়েছে। এতে ঝুঁকিতে আছেন হেলে পড়া ভবনে ভাড়া থাকা পরিবারগুলো।

ভবনের বাসিন্দাদের অভিযোগ, ভবনটি নির্মাণে অনিয়ম করা হয়েছে এবং পৌর কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কোনো সুরাহা মেলেনি। ঝুঁকিপূর্ণ এই ভবনটি যেকোনো মুহূর্তে ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

জানা গেছে, পৌরসভার সদরে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় থেকে মাত্র ১০০ গজ দূরে ভবনটি নির্মাণ করেছেন মো. আবদুল খালেক নামে এক ব্যক্তি। প্রত্যক্ষদর্শীরা জানান, কিছুদিন আগেও দুটি ভবনের মাঝে কিছুটা ফাঁকা থাকলেও এখন সাততলা ভবনটি পাশের ছয়তলা ভবনের ওপর সম্পূর্ণ হেলে পড়েছে।

অভিযোগ উঠেছে, ভবন মালিক আব্দুল খালেক ২০১৯ সালে ফটিকছড়ি পৌরসভা থেকে ছয়তলা ভবনের অনুমোদন নিলেও পরবর্তীতে আরও একতলা বাড়িয়ে সাততলা নির্মাণ করেন।

স্থানীয়রা জানান, নির্মাণের পরপরই ভবনটি ৩-৪ ইঞ্চি হেলে পড়েছিল। সে সময় এলাকাবাসী পৌর কর্তৃপক্ষকে জানালেও কার্যকর কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। ক্রমান্বয়ে হেলে পড়া ভবনটি বর্তমানে প্রায় ১৮-২০ ইঞ্চি পর্যন্ত হেলে পাশের ভবনে ঠেকে গেছে।

এ বিষয়ে ফটিকছড়ি পৌরসভার ভারপ্রাপ্ত প্রকৌশলী রাজীব বড়ুয়া বলেন, ভবনটির ছয়তলার অনুমোদন আছে। পরে অন্যায়ভাবে তিনি সাততলা করেছেন। অভিযোগের প্রেক্ষিতে আমরা সংশ্লিষ্ট কনসাল্টিং প্রতিষ্ঠান থেকে ভবনটি ‘ঝুঁকিমুক্ত’ কিনা, সে বিষয়ে সনদ দিতে বলেছি। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ফটিকছড়ি ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা (এসও) মো. কামাল উদ্দিন বলেন, জেনেছি ভবনটি কিছুটা হেলে পড়েছে। যেহেতু এখনো কোনো স্ট্রাকচারাল ক্ষতি হয়নি, তাই বাসিন্দারা এখনও সেখানে আছেন। বিশেষজ্ঞদের পরামর্শ পেলে বিষয়টি দেখা হবে। তবে পুরো বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) এখতিয়ার।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ঠিক কী কারণে ভবনটি হেলেছে, সে বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। কেউ বলছেন আগে থেকেই হেলে ছিল, কেউ বলছেন সম্প্রতি ঘটেছে। আমরা বিষয়টি দ্রুত খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

শেয়ার করুন

আরও পড়ুন