চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন মিশু সিংহ (২৭) নামের এক যুবক। উপজেলার বৈরাগ ইউনিয়নের আদিনাথ সিংহের বাড়ি এলাকার বাসিন্দা এই যুবক সম্প্রতি ইসলাম ধর্মে দীক্ষিত হন। নিজের নতুন নাম রাখেন মোহাম্মদ আবদুর রহমান।
ধর্মান্তরের প্রক্রিয়ায় গত সোমবার (১২ মে) দুপুরে তিনি চট্টগ্রামের চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত হয়ে আইনগতভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেন।
নওমুসলিম মোহাম্মদ আবদুর রহমান জানান, অনেক দিন ধরেই আমি ইসলামের প্রতি আকৃষ্ট ছিলাম। ইসলামের শান্তি, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ আমাকে মুগ্ধ করেছে। গভীর চিন্তা ও আত্মবিশ্বাসের সঙ্গে আমি নিজ ইচ্ছায়, সুস্থ মস্তিষ্কে ইসলাম গ্রহণ করেছি। আমার এই সিদ্ধান্তে কোনো চাপ বা প্ররোচনা ছিল না।

তিনি আরও জানান, ধর্মান্তরের সময় একজন স্থানীয় আলেমের সহায়তায় কালেমা পড়ে আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্মে দীক্ষিত হন।
নওমুসলিম আবদুর রহমান বলেন, আমার আশপাশের মানুষজন এ বিষয়ে বেশ সহনশীল ও সহযোগিতামূলক আচরণ করেছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।
এই ঘটনাকে ঘিরে এলাকায় কোনো উত্তেজনা বা বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়নি, বরং ধর্মীয় সহনশীলতার একটি ইতিবাচক দৃষ্টান্ত তৈরি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।