চট্টগ্রামের সাতকানিয়ায় যুবলীগ নেতা মো. আজহার উদ্দীনকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার ছদাহা ইউনিয়ন যুবলীগের সভাপতি।
গতকাল সোমবার (১২ মে) দিবাগত রাতে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের কেরানিহাট স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার মিছিলে হামলার অভিযোগ রয়েছে।
আজহার উপজেলার ছদাহা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৌলানা ছগির শাহ পাড়ার মো. আবু তাহেরের ছেলে। এছাড়াও তিনি ছদাহা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।

জানা গেছে, আজহার নিজ এলাকায় অবৈধ মাটির ব্যবসা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন বলে জানা গেছে। সর্বশেষ ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের হয়। ওই মামলায় তাকে গ্রেফতার করেছে সাতকানিয়া থানা পুলিশ।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কেরানিহাট স্টেশনে অভিযান চালিয়ে ছদাহা ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আজহার উদ্দীনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় মামলা রয়েছে। তাকে আজ মঙ্গলবার আদালতের নিকট সোপর্দ করা হয়েছে।