১৩ই নভেম্বর, ২০২৫

চট্টগ্রামে মিলল প্রবাসী স্ত্রীর ঝুলন্ত মরদেহ

শেয়ার করুন

চট্টগ্রামের ফটিকছড়িতে ঘরের ভেতরে প্রবাসীর স্ত্রী বিলকিস আক্তারের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৬ এপ্রিল) সকাল ১০টার দিকে নাজিরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে কোরবান আলি হাজী বাড়িতে এ ঘটনা ঘটে।

বিলকিস ওই এলাকার প্রবাসী মো. আব্বাসের স্ত্রী। ১ বছর পূর্বে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়।

তিন মাস পূর্বে মারা যায় গৃহবধূর মা। এরপর থেকে তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন।

ভূজপুর থানার ওসি মুহাম্মদ মাহাবুবুল হক বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। কারও অভিযোগ না থাকলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন

আরও পড়ুন