মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন হলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অংশ নেবে না বলে জানিয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, মার্কিন কূটনীতিকদের আমরা বলেছি মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন হলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না।
সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অংশগ্রহণ করবে কিনা সেটি বিবেচনাধীন থাকবে।
বুধবার (১৬ এপ্রিল) মার্কিন কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন তিনি।

তিনি বলেন, আমরা আমাদের এজেন্ডাগুলো নিয়ে কাজ করছি। বর্তমান সময়ে মাঠ প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে না। বিভিন্ন জায়গায় জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের ওপর হামলা হচ্ছে। সেখানে প্রশাসন নিশ্চুপ ভূমিকা পালন করছে। এসব বিষয়গুলোর কথা আমরা আলোচনা করেছি।