চলমান ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দেখা যাবে টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলবেন তিনি।
মঙ্গলবার মোহামেডান কর্তারা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন, মুস্তাফিজ মোহামেডানের হয়ে সুপার লিগ খেলবেন।
এবারের দল-বদলে কোনো দল আগ্রহ দেখায়নি মুস্তাফিজের প্রতি। আবার আইপিএল ও পিএসএল থেকে ডাক আসতে পারে, এমন ভাবনা থেকে মুস্তাফিজও কোনো দলের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত করেননি।

কিন্তু ভাবনার কোনোটিই বাস্তবে রূপ নেয়নি। আইপিএল কিংবা পিএসএল-কোনোটিতেই দল পাননি মুস্তাফিজ। যে কারণে বাঁহাতি এ পেসার বেকারই বসে ছিলেন। অবশেষে তার সাবেক ক্লাব প্রাইম ব্যাংকের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত করেই ‘কাটার মাস্টার’কে দলে টেনেছে মোহামেডান।
গেল রবিবার শেষ হয়েছে গ্রুপ পর্বের খেলা। গ্রুপপর্ব শেষে আগামীকাল বুধবার থেকে শুরু হওয়ার কথা রয়েছে সুপার লিগের খেলা। সুপার লিগের প্রথম ম্যাচ থেকেই সাদা-কালো শিবিরের হয়ে খেলবেন মুস্তাফিজ।
জানা গেছে, মঙ্গলবার দুপুরে মোহামেডানের ক্রিকেটারদের সঙ্গে শেরে বাংলার একাডেমি মাঠে অনুশীলনও করেছেন বাঁহাতি পেসার।