২২শে এপ্রিল, ২০২৫

চট্টগ্রামের গুদামে পাওয়া গেল বিক্রয় নিষিদ্ধ ২০০ বস্তা বিদেশি চাল

শেয়ার করুন

চট্টগ্রাম শহরের আকমল আলী রোডের একটি গুদামে বিক্রয় নিষিদ্ধ ২০০ বস্তা বিদেশি চাল জব্দ করেছে কোস্টগার্ড।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় কোস্টগার্ড।

কোস্টগার্ড জানায়, নগরীর পতেঙ্গা থানাধীন আকমল আলী ঘাট সংলগ্ন এলাকায় বাংলাদেশ কোস্টগার্ড বেইজ চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে অভিযান চালিয়ে ২০০ বস্তা বিদেশি চাল জব্দ করেছে।

কোস্টগার্ড আরো জানায়, ইরাকের বাণিজ্য মন্ত্রণালয়ের ফুড বাস্কেট কার্যক্রমে ব্যবহারের উদ্দেশ্যে থাইল্যান্ডে প্রস্তুত করা বিক্রয় নিষিদ্ধ ২০০ বস্তায় দশ হাজার কেজি লম্বা দানার থাই সাদাচাল জব্দ করা হয়।

এসময় ঘটনাস্থলে কেউ উপস্থিত না থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।

জব্দ করা বিক্রয় নিষিদ্ধ চালের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন