২২শে এপ্রিল, ২০২৫

চট্টগ্রামে ভাগনিকে ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে খুন, নানা-নানীকে কুপিয়ে পালিয়েছে মামা!

শেয়ার করুন

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় আরজু আক্তার (২০) নামে এক কলেজছাত্রীকে স্বাসরোধ করে হত্যার ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, ভুক্তভোগীকে ধর্ষণ করে অথবা ধর্ষণের চেষ্টার পর এক যুবক শ্বাসরোধ করে হত্যা করেছে। শুধু তাই নয়, হত্যাকাণ্ডের ঘটনাটি দেখে ফেলায় দুই নানা-নানীকে কুপিয়ে পালিয়েছে অভিযুক্ত নাজিম উদ্দিন (৩০)।

ঘটনাটি গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) গভীর রাতে চন্দনাইশ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গাছবাড়িয়া নয়াপাড়া এলাকায় ভুক্তভোগীর নানা বাড়িতে ঘটে। ঘটনাটি দেখে ফেলায় ভুক্তভোগীর নানা আব্দুল হাকিম (৭০) ও নানী ফরিদা আক্তারকে (৬০) কোপানো হয়েছে।

নাজিম উদ্দিন সাতকানিয়া উপজেলার খাগরিয়া গ্রামের বাসিন্দা। তিনি মৃত ছৈয়দ আহমেদের ছেলে। সম্পর্কে তিনি ভুক্তভোগী আরজুর মায়ের খালাতো ভাই।

খোঁজ নিয়ে জানা গেছে, ঈদ উপলক্ষ্যে কলেজছাত্রী আরজু তার নানার বাড়িতে বেড়াতে যান। অন্যদিকে অভিযুক্ত নাজিম তার খালার বাড়িতে বেড়াতে যান। মঙ্গলবার গভীর রাতে ভুক্তভোগী আরজু বাথরুমে যায়। এসময় ওৎ পেতে থাকা নাজিম সম্পর্কে ভাগনি হলেও আরজুকে ধর্ষণের চেষ্টা করে। এসময় আরজু প্রতিহত করার চেষ্টা করলে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, ভুক্তভোগীকে ধর্ষণ করা হয়েছে কি না সেটি মেডিকেল রিপোর্টের পর জানা যাবে। আপাতত তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ভুক্তভোগীর নানা-নানি আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় হতাহতদের পরিবারের অভিযোগ সাপেক্ষে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্ত নাজিম উদ্দিনকে গ্রেফতারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

আরও পড়ুন