২২শে এপ্রিল, ২০২৫

চট্টগ্রামে জোড়া খুনের মামলায় ছোট সাজ্জাদের আরেক সহযোগী ধরা

শেয়ার করুন

চট্টগ্রামে জোড়া খুনের ঘটনায় আরও এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে ঘটনায় ব্যবহৃত একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়।

গতকাল রোববার (৬ এপ্রিল) রাতে নগরের সদরঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যমতে ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার রাজা রাস্তার মাথা থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

গ্রেফতার যুবকের নাম মো. সজিব (২৯)। তিনি ফটিকছড়ি উপজেলার মধ্য কাঞ্চননগর এলাকার সেলিম উদ্দিনের ছেলে। তিনিও ছোট সাজ্জাদের অনুসারী বলে জানা গেছে।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ঘটনার ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখে তাকে শনাক্তের পর গ্রেফতার করা হয়েছে। সে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

২৯ মার্চ দিবাগত রাতে নগরের চকবাজার থানার বাকলিয়া এক্সেস রোড চন্দনপুরা অংশে প্রাইভেটকারকে ধাওয়া করে গুলি করে বখতেয়ার হোসেন মানিক ও মো. আব্দুল্লাহ নামে দুজনকে খুন করা হয়। এ ঘটনায় গুলিবিদ্ধ হয় আরও দুইজন।

শেয়ার করুন

আরও পড়ুন