ফিলিস্তিনের গাজা এবং রাফা নগরীতে ইসরায়েলি বর্বর আগ্রাসনে অস্ত্র-গোলাবারুদ দিয়ে সহযোগিতা করায় আমেরিকাকে বয়কটের ডাক দিয়েছেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা।
আজ সোমবার দুপুরে শহরের জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বব্যাপী চলা ‘নো ওয়ার্ক, নো ক্লাস’ কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ ডাক দেন দলটির চট্টগ্রামের নেতাকর্মীরা।
এ সময় বিক্ষোভ মিছিলটি মসজিদ প্রাঙ্গণ থেকে দামপাড়ার নার্সারি মোড় প্রদক্ষিণ করে শেষ হয়।

এ সময় মিছিলে অংশগ্রহণকারীরা স্লোগান দেন ‘ইহুদিদের আস্তানা, জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও’, ‘ইহুদের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’, ‘ফিলিস্তিন জিন্দাবাদ’, ‘ফিলিস্তিন জিন্দাবাদ’, ‘ফ্রি ফ্রি ফিলিস্তিন’, ‘বয়কট, বয়কট; আমেরিকা বয়কট’।
উল্লেখ্য, ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে আজ (সোমবার) বিশ্বব্যাপী হরতাল পালনের আহ্বান জানিয়েছে নিপীড়িত গাজাবাসী। গণহত্যা বন্ধের দাবিতে বিশ্বের সব দেশে একযোগে ‘নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচি অর্থাৎ সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিস, আদালত বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন তারা। এরই অংশ হিসেবে আজ সারাদেশে এই কর্মসূচি পালনে সড়কে নেমেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ।