নাফ নদীতে অবৈধ অনুপ্রবেশকারী রােহিঙ্গা নাগরিকদের নিয়ে ডুবে যাওয়া নৌকা উদ্ধারের সময় সাগরে নিখোঁজ হয়েছিলেন বিজিবি সদস্য মোহাম্মদ বেলালের মরদেহ। পরে শাহপরীর দ্বীপের আজ রবিবার (২৩ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে দিকে শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া ঘাট সংলগ্ন সাগর থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
এর আগে, শুক্রবার দিবাগত রাতে শাহপরীর দ্বীপের পশ্চিমে অবৈধভাবে অনুপ্রবেশকালে রোহিঙ্গাদের বহনকারী একটি ট্রলার ডুবে যায়। এসময় ওই ট্রলারে থাকা ২৪ রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করে বিজিবি। তবে অসাবধানতাবশত নদীতে পড়ে নিখোঁজ হন বিজিবির সদস্য বেলাল।
টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান জানান, নাফনদীতে নিখোঁজ হওয়া বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে আনা হচ্ছে। মোহাম্মদ বেলাল এই সীমান্ত ফাঁড়িতে কর্মরত ছিলেন। তার সঙ্গে থাকা একটি রাইফেলস ও চারটি ম্যাগাজিন এখনো উদ্ধার করা যায়নি।

এদিকে, শনিবার ( ২২ মার্চ) সন্ধ্যায় টেকনাফের শাহপরীর দ্বীপ ও দমদমিয়াস্থ নাফনদীর মোহনায় ৪ রোহিঙ্গার মরদেহ উদ্ধার করেছে বিজিবি। মরদেহগুলো ভাসতে দেখে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মরদেহের মধ্যে একজন শিশু ও তিনজন নারী।