২৫শে এপ্রিল, ২০২৫

কর্ণফুলীতে হাতির আক্রমণে শিশুর মৃত্যু, ৩ মাসের শিশুর লাশ নিয়ে সড়ক অবরোধ

শেয়ার করুন

চট্টগ্রামের কর্ণফুলী হাতির আক্রমণে মো. আরমান জাওয়াদ নামে তিন মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন ওই শিশুটির মা খজিমা বেগম (৩০)।

শুক্রবার (২১ মার্চ) দিবাগত রাত ২টার দিকে উপজেলার শাহ মীরপুর জমাদারপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

এ ঘটনায় আজ শনিবার (২২ মার্চ) ভোর থেকে শিশুটির মরদেহ নিয়ে সমাধান চেয়ে আনোয়ারা-বাঁশখালী-পেকুয়া সড়ক অবরোধ করেছে এলাকাবাসী। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট।

নিহত শিশুর বাবা মোহাম্মদ ইব্রাহীম জানান, শুক্ররাতে একটি বন্য হাতি এসে আমাদের টিনের ঘর ভাঙচুর করে। এ সময় প্রাণ বাঁচতে আমার স্ত্রী খজিমা বেগম তিনমাস বয়সী শিশু সন্তানকে নিয়ে ঘর থেকে বের হতে গিয়ে হাতিটি সামনে পড়েন। হাতিটি শুঁড় দিয়ে আমার বাচ্চাকে তুলে আছাড় দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। গুরুতর আহত হয় আমার স্ত্রী। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

বিক্ষুব্ধ জনতা জানান, এই এলাকায় হাতির আক্রমণে একের পর মানুষের প্রাণ যাচ্ছে। সবশেষ শিকার তিনমাসের নিষ্পাপ বাচ্চাটি। অথচ কোনও সমাধান দিতে পারছে না কর্তৃপক্ষ। রাত হলেও আতঙ্কে থাকি। আর কত মানুষের প্রাণ গেলে এর সদুত্তর মিলবে। আমরা বন বিভাগ ও প্রশাসনের কাছে এর প্রতিকার চাই।

বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

শেয়ার করুন

আরও পড়ুন