চট্টগ্রাম নগরের দুই নম্বর গেট মোড়ে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। একইসঙ্গে ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি আটকে দিয়েছেন তারা।
তারা বলছেন, জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের ৩০ শতাংশ প্রমোশন কোটা বাতিলের দাবিতে তাদের আন্দোলন। যা সারাদেশেই চলছে।
আজ বৃহস্পতিবার (২০ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে সড়ক অবরোধ করেন তারা। যা বিকাল পর্যন্ত গড়ায়।

তাদের এ আন্দোলন ঘিরে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পুরো এলাকায় যানজটের দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের।
একই সময়ে ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি আটকে দেয় তারা। বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ট্রেনটি অবরোধ করে রাখেন আন্দোলনকারীরা।