অবশেষে গ্রেফতার হয়েছেন চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ।
আজ শনিবার (১৫ মার্চ) ঢাকার বসন্ধুরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। চট্টগ্রাম পুলিশের এডিসি মো. জাহাঙ্গির বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ফেইসবুক লাইভে এসে প্রকাশ্যে থানার ওসিকে পেটানোর হুমকি দেওয়ার দুই দিনের মাথায় তাকে ধরিয়ে দিতে পুরস্কারও ঘোষণা করা হয়।

হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের মো. জামালের ছেলে সাজ্জাদ হোসেন নগরীর বায়েজিদ, অক্সিজেন, চান্দগাঁও এলাকায় পরিচিত ‘ছোট সাজ্জাদ’ বা ‘বুড়ির নাতি’ হিসেবে।