‘এরই মধ্যে এই নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য, জনগণের মালিকানা এবং জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র চলছে। বিভিন্ন পক্ষ, যাদের কোনো জনসমর্থন নেই, যারা জনগণের ওপর আস্থা রাখতে পারছে না, তারা বিভিন্ন বক্তব্য দিয়ে জনগণের মনে সংশয় সৃষ্টি করছে।’
মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে) আয়োজিত ইফতার মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের ওপর মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার, মানুষের রাজনৈতিক ও সাংবিধানিক অধিকার ফিরিয়ে আনার একমাত্র পথ হচ্ছে গণতান্ত্রিক শাসন ফিরিয়ে আনা। আর সেজন্য লাগবে মানুষের ভোটে নির্বাচিত প্রতিনিধি, নির্বাচন। এর অপেক্ষায় আছে দেশের মানুষ। জনগণের কাছে জবাবদিহি এ রকম একটি সরকারের অপেক্ষায় সবাই আছে।

‘নির্বাচন বিরোধীরা’ মিডিয়াকে প্রভাবিত করছে উল্লেখ করে তিনি বলেন, ‘ফ্যাসিস্টের পতনের পর দেশ এখন গণতান্ত্রিক উত্তরণের পথে চলছে। যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় মিডিয়ার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু তারা (যারা নির্বাচন চায় না) মিডিয়াকে প্রভাবিত করার চেষ্টা করছে। তারা বিভিন্নভাবে মিডিয়ার ওপর চাপ সৃষ্টির চেষ্টা করছে।’
তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘সাংবাদিকদের সাবধান থাকতে হবে। আপনাদের প্রতি অনুরোধ, আপনারা বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের পাশে দাঁড়ান। জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জণ্য গণমাধ্যমকে শক্তিশালী ভূমিকা পালন করতে হবে।’
চট্টগ্রাম প্রেসক্লাবের আহবায়ক ও জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে ‘চট্টগ্রাম ক্লাব’-এর অনুষ্ঠানে বক্তব্য দেন- চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আবদুল হাই শিকদার, বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন ও মহাসচিব কাদের গণি চৌধুরী এবং জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়া।
সিএমইউজের সাধারণ সম্পাদক সালেহ নোমান, প্রেসক্লাবের সদস্য গোলাম মওলা মুরাদ ও মিয়া মোহাম্মদ আরিফের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- সাংবাদিক শামসুল হক হায়দরী, প্রেসক্লাবের অন্তবর্তীকালীন কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচি ও সদস্য মুস্তফা নঈম, সিএমইউজে সভাপতি মোহাম্মদ শাহ নওয়াজ।