এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘সরকারকে পরিষ্কার করতে হবে আওয়ামী লীগের বিষয়ে ফয়সালা কী হবে। বিচার ও সংস্কারের একমত হলে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। দ্রুত সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে।’
আজ সোমবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জুলাইয়ে শহিদ ও আহতদের পরিবার নিয়ে ইফতার আয়োজনে তিনি এ কথা বলেন৷
নাহিদ ইসলাম বলেন, ‘নির্বাচিত সরকার এসে আওয়ামী লীগকে পুনর্বাসিত করবে না- এই নিশ্চয়তা নেই৷ অন্য রাজনৈতিক দলগুলো বিচার ও সংস্কারে সহায়তা করলে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে এনসিপি সহায়তা করবে৷ প্রধান উপদেষ্টা, সেনাপ্রধান সবাই সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিয়েছেন৷ সেটি নিশ্চিত করতে হবে। কড়ায় গণ্ডায় জবাব নেওয়া হবে৷’

এনসিপি আহ্বায়ক বলেন, ‘সরকারকে পরিষ্কার করতে হবে আওয়ামী লীগের বিষয়ে ফয়সালা কী হবে। বিচার ও সংস্কারের একমত হলে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। দ্রুত সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে।’
এ সময় দলের সদস্যসচিব আখতার হোসেন অভিযোগ করেন, শেখ হাসিনা ভারতে বসে গুজব ছড়াচ্ছে। তাকে দ্রুত দেশে এনে বিচারের মুখোমুখি করার দাবি তুলে ধরেন তিনি।
আখতার হোসেন বলেন, ‘এই সরকার শেখ হাসিনাকে দেশে ফেরাতে না পারলে আন্তর্জাতিক পরিমণ্ডলে তার বিচার করতে হবে৷ অন্তর্বর্তী সরকারকে তাদের সময়েই সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করতে হবে৷ ছলচাতুরীর মাধ্যমে নির্বাচন ও সংস্কারের নামে জনগণকে পিছিয়ে রাখা যাবে না।’