চট্টগ্রামে অপারেশন ডেভিল হান্টে আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার করা হয়েছে। তারা ছাত্র-জনতার আন্দোলনে হামলা মামলার আসামি।
শুক্রবার (৭ মার্চ) আত্মগোপনে থাকা এ দুই নেতাকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার দুই নেতা হলেন- বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক সৈয়দ মো .দেলোয়ার হোসেন প্রকাশ জিএস হাসান (৫৫) এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুস সোবহান (৫৩)। তিনি পোপাদিয়া হাজী পাড়ার মৃত মোহাম্মদ আলী দফাদারের ছেলে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, ছাত্র-জনতার আন্দোলনে হামলার মামলায় আসামি গ্রেপ্তারে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করছে।
আত্মগোপনে থাকা এ দুই আসামিকে গ্রেফতারের পর আজ শনিবার (৮ মার্চ) আদালতে পাঠানো হয়েছে।