১৪ই মার্চ, ২০২৫

এবার ঈদে নতুন এক পলাশকে দেখবে দর্শকরা

শেয়ার করুন

তরুণদের কাছে আকাশছোঁয়া জনপ্রিয় জিয়াউল হক পলাশ। খুব বেশি কাজ করেন তাও নয়, বছরে দুয়েকটি কাজে দেখা গেলেও সেগুলো ব্যাপক আলোচনার জন্ম দেয়।

জিয়াউল হক পলাশ মূলত ব্যতিক্রমী গল্প এবং চরিত্র লোভী। তার কথায়, ঈদে দশটি কাজ করার চেয়ে দু-একটি ব্যতিক্রমী কাজই যথেষ্ট।

তেমনই এক ব্যতিক্রমী গল্প ‘খালিদ’। বোহেমিয়ান এক বক্সারের জীবনের কিছু কিছু অংশ তুলে নির্মিত হয়েছে ‘খালিদ’। আর এটি নির্মাণ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা তানিম রহমান অংশু।

খালিদ চরিত্রের জন্য কিভাবে সিলেক্ট হলেন, এ প্রশ্নের জবাবে পলাশ জানান, আমি নিয়মিত জিম করতাম। অ্যাথলেট ট্রেনিংও নেওয়া ছিল। তাই দেখে পরিচালক অংশু বলেছিলেন, এই কনসেপ্টে একটি গল্প তুলে ধরতে চান। আমি যখন নিশ্চিত হই ‘খালিদ’ করতে যাচ্ছি, তখন থেকে নতুন করে আবার শারীরিক কসরত শুরু করি।

বৃহস্পতিবার নির্মাতা অংশু এবং পলাশ দুজনেই খালিদের পোস্টার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন। দেখা যাচ্ছে, শরীর দিয়ে ঘাম ঝরছে পলাশের। অনেকটা মারমুখি তিনি। এক্সপ্রেশন এবং বডি ল্যাংগুয়েসে পলাশ যেন পাক্কা বক্সার! এই পোস্টারটিতে নতুন এক পলাশকে দেখা গেল।

পলাশ জানিয়েছেন, গল্পটি পুরোপুরি কাল্পনিক। তবে নির্মাতা অংশু ভাই যেভাবে গল্পটি বুনেছেন, দর্শকের কাছে তা বাস্তবই মনে হবে।

ইউটিউবের জন্য এতো বিশাল স্কেলের কাজ আগে হয়নি জানিয়ে পলাশ বলেন, ইউটিউবের জন্য নির্মিত এতো বড় স্কেলের কাজ হয়েছে বলে মনে হয় না। অংশু ভাইয়ের নির্মাণের পর প্রযোজক আকবার হায়দার মুন্না ভাইকে এমন কনটেন্ট নির্মাণে সাপোর্ট দেয়ার জন্য ধন্যবাদ জানাই।

মাত্র নয় দিনে শুটিং সম্পন্ন হয়েছে। সিনেমার চেয়ে নতুন ল্যাংগুয়েজে করা ফাইট দৃশ্যে দেখা যাবে জানিয়ে পলাশ বলেন, যেখানে হ্যান্ড টু হ্যান্ড, পিঠ ফাইটিং এবং বক্সিং রয়েছে। যেগুলো বাংলাদেশের ফিকশনের ক্ষেত্রে একেবারে নতুন।

দর্শকরা এবার নতুনভাবে দেখতে পাবেন, এমন আশা প্রকাশ করে পলাশ বলেন, মানুষ আমাকে যখন দেখবে আমি চাই নতুনভাবে দেখুক। খালিদ একেবারে নতুন একটি কাজ। আমিও দর্শকদের চরিত্রগুলো উপহার দিয়ে মুগ্ধ করতে চাই। আমি এতটুকু সিওর, খালিদের এই চরিত্রটি দর্শকরা আমাকে একেবারে নতুনভাবে পাবেন।

খালিদ-এ পলাশ ছাড়াও এতে অভিনয় করেছেন আরফান মৃধা শিবলু, তানিয়া আহমেদ, সাফা কবির, শতাব্দী ওয়াদুদ।

আসন্ন ঈদে club 11 entertainment এর ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

প্রসঙ্গত, ‘খালিদ’ ছাড়াও তার আরেকটি নাটক আসন্ন ঈদ প্রচার হবে, সেটি ইশতিয়াক আহমেদ রুমেলের পরিচালনায় নাম ‘হোসেন’।

শেয়ার করুন

আরও পড়ুন