১৯শে মার্চ, ২০২৫

চট্টগ্রামে শিশু ধর্ষণ করে আত্মগোপনে চলে যায় আজিজ, এক বছর পর গ্রেফতার

শেয়ার করুন

গত বছরের অক্টোবরে এক শিশুকে ধর্ষণ করে পালিয়ে যায় আসামি মো. আজিজ। গোপন সংবাদের ভিত্তিতে পটিয়ার ভাটিখাইন এলাকা থেকে গ্রেফতার করে র‌্যাব-৭।

বুধবার (৫ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

গ্রেফতার মো. আজিজ বাকলিয়া থানাধীন দোস্ত মোহাম্মদ এলাকার পশ্চিম পাড়ার মৃত মতিউর রহমানের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতার আজিজের বিরুদ্ধে গত বছর অক্টোবর মাসে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়। নগরীর বাকলিয়া থানার ২ নম্বর মামলার আসামি তিনি।

র‌্যাব জানায়, মামলা রুজু হওয়ার পর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে গ্রেফতার এড়াতে চট্টগ্রাম জেলার বিভিন্ন স্থানে আত্মগোপন করে থাকেন। সর্বশেষ পটিয়া থানা এলাকায় অবস্থান করে আসছিলেন আজিজ। আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন