সীতাকুণ্ডে শিব চতুর্দশী মেলার তৃতীয় দিন দুই তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে।
আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) শিব চতুর্দশী মেলার তৃতীয় দিনে চন্দ্রনাথ চূড়ায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড ফায়ার সার্ভিস।
জানা যায়, মৃত তীর্থযাত্রীর একজন নারী ও একজন পুরুষ। তবে, তাৎক্ষণিক তাদের পরিচয় জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

স্থানীয় সূত্র জানিয়েছে, বেলা ২টার দিকে চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়া ধামের ওপর ওঠার পর তাদের মৃত্যু হয়েছে। খবর পেয়ে মেলা কমিটির স্বেচ্ছাসেবক টিম ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় লাশ দুটি উদ্ধার করে সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এদিকে শিব চতুরদর্শীর দ্বিতীয় দিনে তীর্থযাত্রীদের জন্য বিনামূল্যে বিশুদ্ধ পানি বিতরণ করেছে সীতাকুণ্ড পৌরসভা ছাত্রদল, যুবদল ও পূজা উদযাপন পরিষদ।