১৪ই মার্চ, ২০২৫

তারা আগে ছিল আওয়ামী লীগ, এখন হয়েছে রামদা দল : শিবির

শেয়ার করুন

গণঅভ্যুত্থানের ৬ মাস সম্পন্ন হয়েছে। কিন্তু কিছুই পরিবর্তন হয়নি। আগে ছিল আওয়ামী লীগ, এখন হয়েছে রামদা দল। দেশে চাঁদাবাজি আশঙ্কাজনকহারে বৃদ্ধি হয়েছে। হাসিনার পতন হলেও শোষণ, চাঁদাবাজি, দখলদারি, সন্ত্রাসী দেশকে নিয়ে এখনো ষড়যন্ত্র বন্ধ হয়নি।

আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) চট্টগ্রাম মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে দেশব্যাপী আইনশৃঙ্খলার অবনতি ও চাঁদাবাজির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আযাদ।

এ সময় তিনি আরো বলেন, গত ২২ তারিখ এক মাছ ব্যবসায়ী চাঁদা না দেয়ায় তার দুচোখ উপড়ে ফেলা হয়েছে, গাজিপুরে যুবদল সভাপতি প্রকাশ্যে মাইকে ঘোষণা দিয়ে চাঁদাবাজি করছে। আপনারা দেখেছেন এক ছাত্রদল নেতা প্রবাসীকে ফোন করে হুমকি দিয়ে চাঁদা আদায় করেছে। আমরা জানতে পেয়েছি দেশে ২৭০ টিরও বেশি কিশোর গ্যাং রয়েছে। আমরা মনে করছি এই কিশোর গ্যাংরাই এই ঘটনা ঘটাচ্ছে। যারা বিভিন্ন ক্যাম্পাসে হামলা করেছে তারা রামদা দলের সদস্য। যদি আপনারা সন্ত্রাসী চাঁদাবাজি বন্ধ না করেন তাহলে দেশের মানুষ আপনাদের দেখিয়ে দেবে।

মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি মুমিনুল হকের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর উত্তর ছাত্রশিবির এর সভাপতি তানজীর হোসেন জুয়েল , চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম এবং চট্টগ্রাম মহানগর দক্ষিণ ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম রনি।

বিক্ষোভ মিছিলে চট্টগ্রাম নগরীর শিবিরের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। তারা চাঁদাবাজদের বিরুদ্ধে জোড়ালো স্লোগান দেন।

এদিন বিকাল সাড়ে তিনটার দিকে বিক্ষোভ মিছিলটি চট্টগ্রাম শহরের দুই নম্বর গেট থেকে শুরু হয়ে জিইসি মোড় গিয়ে শেষ হয়।

শেয়ার করুন

আরও পড়ুন