১৪ই মার্চ, ২০২৫

সাজেকে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৩০ কটেজ-রেস্তোরাঁ

শেয়ার করুন

দেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। একের পর এক কটেজ-রেস্তােরাঁ পুড়ে ছাই হয়ে যাচ্ছে। সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত অন্তত ৩০টি কটেজ-রেস্তোরাঁ পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, শুষ্ক মৌসুম এবং পানি স্বল্পতার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে।

সবশেষ খবর অনুযায়ী, দীঘিনালা থেকে যাওয়া ফায়ার সার্ভিস, সেনাবাহিনীর বাঘাইহাট জোন, ২৭ ও ৫৪ বিজিবির জোয়ানরা ও স্থানীয়রা মিলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। সন্ধ্যা সাড়ে ছয়টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত অন্তত ২০টি রিসোর্ট এবং রেস্তোরাঁ পুড়ে গেছে।

স্থানীয়রা জানিয়েছেন, দুপুরে অবকাশ রিসোর্টে আগুনের সূত্রপাত ঘটে বলে জানিয়েছেন স্থানীয়দের কয়েকজন। পরে মুহূর্তে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে।

পুড়ে যাওয়া কটেজ-রেস্তোরাঁগুলোর মধ্যে বেশ কয়েকটির নাম পাওয়া গেছে। এগুলো হলো ইকোভ্যালি, অবকাশ, মেঘছুট, টিজিবি লুসাই, নীল পাহাড়, টংঠং, অধরা, মেডভেঞ্চার, শৈলকুটির, ফদাংথাং ও চাঁদের বাড়ি কটেজ, চিলেকোঠা রেস্তোরাঁ, মেঘপাই রেস্তোরাঁ ও মনটানা রেস্তোরাঁ।

চাঁদের বাড়ি রিসোর্টের স্বত্বাধিকারী মো. রাফিউল হক বলেন, কীভাবে আগুন লেগেছে জানি না। তবে আগুনে জ্বলতে জ্বলতে এখন আমার কটেজে আগুন ছড়িয়ে পড়েছে।

ফদাংথাং কটেজের সাফায়াত হীরা বলেন, ইকোভ্যালী কটেজের আশপাশ থেকে আগুনের শুরু। এরপর এক এক করে পুড়ছে আর পুড়ছে।

শেয়ার করুন

আরও পড়ুন