১৪ই মার্চ, ২০২৫

শিরনি বিতরণ নিয়ে আওয়ামী লীগ-বিএনপির মারামারি, আহত অর্ধশত

শেয়ার করুন

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ঠাকুরভোগ গ্রামে শিরনি বিতরণ নিয়ে মতবিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। শনিবার সকাল দশটার দিকে এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন।

স্থানীয়রা জানান, ঠাকুরভোগ গ্রামের আওয়ামী লীগ নেতা এমএ মান্নান সমর্থক আব্দাল মিয়া ও সুফি মিয়া এবং আওয়ামী লীগ নেতা নুর মিয়া ও বিএনপি নেতা আশিক মিয়া এই চারজনের নেতৃত্বে গ্রাম দুইভাগে বিভক্ত। তারা দীর্ঘদিন ধরে আধিপত্যের লড়াই করছেন। শুক্রবার নুর মিয়া-আশিক মিয়ার গ্রুপ গ্রামে শিরনি বিতরণের আয়োজন করেন। তবে সেখানে আব্দাল মিয়া-সুফি মিয়ার লোকজন যাননি। তারা শনিবার একইস্থানে মাইকে ঘোষণা দিয়ে শিরনির আয়োজন করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়ায়। একপর্যায়ে সংঘর্ষে জড়ায় উভয় পক্ষ। সংঘর্ষে উভয় পক্ষের ৪০ জন আহত হন।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী শনিবার দুপুরে সমকালকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। একজনকে আটক করা হয়েছে। এখন পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।

শেয়ার করুন

আরও পড়ুন