বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম জেলার তিন ইউনিটের কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ করা হয়েছে।
আজ (মঙ্গলবার) বিকেল ৩টা থেকে নগরীর লালখানবাজার মোড়ে সড়ক অবরোধ করে বৈষম্যবিরোধী আন্দোলনের একাংশের নেতারা।
সরেজমিনে দেখা গেছে, জিইসি থেকে লালখান বাজার পর্যন্ত তীব্র যানজট। মোড়ের এক পাশ অবরোধ করা হলেও অন্য পাশ দিয়ে যান চলাচল অব্যাহত রয়েছে। তবে, লালখান বাজার থেকে টাইগারপাস পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ রয়েছে। যানবাহন কাজীর দেউড়ি, সিআরবি হয়ে গন্তব্যস্থলে যাচ্ছে।

অবরোধকারীরা জানিয়েছেন, কমিটি বাতিল না হলে তারা সড়ক ছাড়বেন না।
এর আগে অবরোধকারীরা সোমবার দিবাগত রাতে ঘোষিত তিন কমিটি বাতিল না করা পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেলকে চট্টগ্রামে অবাঞ্ছিত ঘোষণা করেন। পাশাপাশি নতুন কমিটি গঠন করতে কেন্দ্রীয় কমিটিকে বিকেল ৩টা পর্যন্ত সময় বেঁধে দিয়ে সড়ক অবরোধের আল্টিমেটাম দেন তারা। তাদের দাবি ৫০ থেকে ১০০ জন নতুন কমিটি থেকে পদত্যাগ করেছেন।