নিজের ভ্যালেন্টাইনের সঙ্গে পরিচয় করে দেবেন প্রথমে ফেসবুকে স্ট্যাটাস দেন। সেই সঙ্গে ‘আসছি’ বলে ভালোবাসার ইমোজিও পোস্ট সবার মনে কৌতুহল তৈরি করেছিলেন এই চিত্রনায়িকা। সেই স্ট্যাটাস দেখে ভক্তমহলেও ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। ঘোষণামতে রাত ১০ টায় লাইভে এলেন পরীমণি। কিন্তু, কোনো প্রেমিকের সঙ্গে নয়, পরিচয় করিয়ে দিলেন পরনের কাপড়ের সঙ্গে। অর্থাৎ, লাইভে এসে কাপড় বিক্রি করলেন।
পরীমণির সেই লাইভ ভিডিওতে দেখা যায়, প্রথমে ভক্তদের চমকে দিয়ে একজনকে ডাকলেন পরীমণি। তবে মাতৃত্বকালীন কিছু পোশাকে সেই লোকটির মুখ ঢাকা ছিল! যদিও কিছুক্ষণের মধ্যেই জানা যায় যে, তিনি একজন ফ্যাশন ডিজাইনার। নাম রুহুল চৌধুরী, যিনি মা ও শিশুদের জন্য পরীর নতুন ব্র্যান্ড ‘বডি’তে কাজ করছেন। ইতিমধ্যে খোলাসা হয়ে যায় যে, ভ্যালেন্টাইন বলতে অভিনেত্রী তাঁর নতুন ব্র্যান্ডকেই বুঝিয়েছেন।
পরী জানান, মাতৃত্বকালীন সময়ে মা ও বাচ্চাদের প্রয়োজনীয় সমস্ত কিছু পাওয়া যাবে বডিতে। নায়িকার ভাষ্য, ‘বডি হচ্ছে এমন একটা প্রোজেক্ট, যেটা কিনা আমার ভালোবাসা দিয়ে সাজানো। সমস্ত ভালোবাসা দিয়েই এটা তৈরি। শুধু মা এবং বাচ্চাদের জন্য। কারণ আপনারা মা হিসেবে আমাকে এত বেশি ভালোবাসেন, পছন্দ করেন; এত বেশি অ্যাপ্রেসিয়েট করেন—আমার মনে হয় মাদারহুডের যে জার্নিটা আমি করেছি, সেই জার্নিতে যেভাবে যেভাবে সাফার করেছি, যে প্রবলেমগুলো আমি মোকাবিলা করেছি—সেগুলোকে অনেকটা সহজ করে দিবে বডি।’

লাইভের একপর্যায়ে পরী-রুহুলের সঙ্গে যুক্ত হন লামিয়া নামের আরও একজন। মাতৃত্বকালীন বিভিন্ন পোশাকের প্রদর্শনী করেন তাঁরা।
লাইভের শেষদিকে পরীমণি বলেন, সবাইকে সঙ্গে নিয়ে একটু একটু করে এগোব, এই আশা করি। সেই ভরসাটা রেখেই আজ থেকে বডি আপনাদের হয়ে গেল। আমার জন্য দোয়া করবেন।