১৪ই মার্চ, ২০২৫

সুন্দরী তরুণীর নামে ফেসবুক আইডি খুলে প্রতারণা, চট্টগ্রামে ছাত্রলীগ নেতা গ্রেফতার

শেয়ার করুন

সুন্দরী তরুণীর নামে ফেসবুক আইডি খুলে মানুষের সঙ্গে প্রতারণা করে গ্রেফতার হয়েছে ছাত্রলীগ নেতা জোবাইরুল হক জিয়ান। তিনি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সঙ্গে জড়িত।

গতকাল শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পুলিশের অভিযানে গ্রেফতার হন। জিয়ান উপজেলার ছদাহা ইউনিয়নের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, জিয়ান সাধারণ মানুষকে দেখাতেন মামলার ভয়। করতেন গ্রেফতার-বাণিজ্যও। এসব অপরাধে বেশ কয়েকবার জেলও খেটেছেন। জেল থেকে বেরিয়ে চালিয়ে যেতেন প্রতারণা পেশা।

বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া থানার ওসি জাহেদুল ইসলাম বলেন, ফেসবুক প্রোফাইলে নারীদের ছবি লাগিয়ে বিভিন্ন নেতাকর্মী ও সাধারণ মানুষকে ব্ল্যাকমেইল করতেন জিয়ান। এছাড়া জামিন পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন