১৪ই মার্চ, ২০২৫

স্বেচ্ছাসেবী ধ্রুবতারা আশরাফ উদ্দিনের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

শেয়ার করুন

চট্টগ্রামের মিরসরাইয়ের স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা শান্তিনীড়ের প্রয়াত প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিনের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে সংগঠনের নিজস্ব কার্যালয়ে খতমে কোরআন, দোয়া মাহফিল ও স্মরণ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চট্টগ্রাম সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক জসিম উদ্দিন, সাবেক কাস্টমস কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরী, টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, আল হেরা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. শাহজাহান, প্রবীণ সাংবাদিক আবু সুফিয়ান, মিরসরাই উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক নিজামী, দুর্বার প্রগতি সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান সাইফ উদ্দিন, অদম্য যুব সংঘের পরিচালক এনামুল হক সোহাগ, সভাপতি নিয়াজ মুহাম্মদ সাজেদ, জাগ্রত প্রতিভা’র সভাপতি গোলাম মতুর্জা, আদর্শ বন্ধু ফোরামের সভাপতি দীন মোহাম্মদ, শান্তিনীড়ের সাধারণ সম্পাদক মৃদুল চন্দ্র দাশ, উদয়ন এর সাবেক সাধারণ সম্পাদক মো. মাকছুদ আলম শাহিন, প্রজন্ম মিরসরাই’র পরিচালক ওমর ফারুক, সোনালী স্বপ্ন’র প্রতিষ্ঠাতা সভাপতি মইনুল হোসেন টিপু, ইউসাম’র সভাপতি আল মুরাদ প্রমুখ।

সংগঠনের সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে দুস্থ ও ত্রাণ সম্পাদক আবু সাঈদ’র সঞ্চালনায় দোয়া পরিচালনা করেন মাওলানা আবদুল আজিজ।

এসময় আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক আক্তার হোসেন, অনিবার্ণ যুব ক্লাব’র সভাপতি সরোয়ার উদ্দিন, প্রজন্ম মীরসরাই সিনিয়র সহ-সভাপতি, মোঃ রহিম উদ্দিন, সংগঠনের যুগ্ম সম্পাদক রাজু কুমার দে, সহ-সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন, অর্থ সম্পাদক সবুজ কুমার সেন, সাংগঠনিক সম্পাদক রায়হান চৌধুরী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইয়াছিন শরীফ, যুব ও ক্রীড়া সম্পাদক আবু বক্কর রিশাত, সাবেক কার্য নির্বাহী সদস্য আলমগীর ভূঁইয়া, সদস্য ঈসমাইল হোসেন খোকন, বিপ্লব মোহাম্মদ ইদ্রিস, আবদুল আজিজ, মাসুম সোহান, নুর সালমান লিমন, মোহাম্মদ শয়ন, নাদিম, ফাহিম শাহরিয়ার, ঈশান, তানিম, সানি শিকদার, ফারদীন খন্দকার, মুনতাছির।

এর আগে গত বুধবার (১২ ফেব্রুয়ারি) শান্তিনীড়ের সদস্যরাসহ বিভিন্ন সংগঠন আশরাফ উদ্দিনের কবর জেয়ারত করেন এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

প্রসঙ্গত, শান্তিনীড়ের প্রয়াত সভাপতি ও মীরসরাই সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিষ্ঠাতা সমন্বয়ক, স্বেচ্ছাসেবী ধ্রুবতারা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন গত বছর ১২ ফেব্রুয়ারি দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। তিনি ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের মাষ্টার এজেন্ট এবং জমজম সুইটস্ এন্ড বেকস্ এর ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।

শেয়ার করুন

আরও পড়ুন