২৮শে মার্চ, ২০২৫

ভুক্তভোগীদের নিয়ে আয়নাঘর পরিদর্শন করেছেন ড. ইউনূস

ছবিঃ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

শেয়ার করুন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশি-বিদেশি গণমাধ্যমকর্মী এবং ভুক্তভোগীদের পরিবারের সদস্যদের নিয়ে আয়নাঘর পরিদর্শন করেছেন।

বুধবার সকালে রাজধানীর আগারগাঁও, কচুক্ষেত ও উত্তরার তিনটি আয়নাঘর পরিদর্শন করেন তিনি। প্রধান উপদেষ্টার কার্যালয়ের দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টার আয়নাঘর পরিদর্শনের সিদ্ধান্ত হয়।

এ সময় আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, তথ্য ও আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলাম, স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, উপদেষ্টা মাহফুজ আলম, চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, গুম কমিশনের চেয়ারম্যান মইনুল ইসলাম চৌধুরী, গুম কমিশনের সদস্য ও মানবাধিকার কর্মী লিটন খানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এর আগে গত রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন গুমসংক্রান্ত তদন্ত কমিশনের সদস্যরা।

এ সময় প্রধান উপদেষ্টা জানিয়েছিলেন, শিগগিরই তিনি আয়নাঘর পরিদর্শনে যাবেন।

গুমসংক্রান্ত তদন্ত কমিশনের চেয়ারম্যান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে কমিশনের সদস্যরা তদন্তের অগ্রগতি জানিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সেদিন জানান, ‘জয়েন্ট ইন্টারোগেশন সেল’ যা ‘আয়নাঘর’ নামে পরিচিত, সেগুলো প্রধান উপদেষ্টা পরিদর্শন করলে গুমের শিকার ব্যক্তিরা আশ্বস্ত হবেন এবং অভয় পাবেন।

বৈঠকে কমিশন সদস্যরা কয়েকটি গুমের ঘটনার নৃশংস বর্ণনাও তার সামনে তুলে ধরেন। তারা প্রধান উপদেষ্টাকে জানান যে, ছয় বছরের শিশুও গুমের শিকার হয়েছে, যা তদন্তে উঠে এসেছে।

শেয়ার করুন

আরও পড়ুন