চট্টগ্রাম শহরের প্রবেশদ্বার এ কে খান মোড়ে রাতের বেলা এক ব্যবসায়ীকে পূর্বপরিকল্পনা অনুযায়ী অপহরণ করে কয়েকজন ছিনতাইকারী। পরে সেই ব্যবসায়ী নিয়ে কাট্টলী সাগরপাড় এবং কর্নেলহাটের বিভিন্ন অলিগলি ঘোরাঘুরি করে পরিবারকে ফোন করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ খবর পেয়ে পুলিশ অভিযান চালানোর সময় টের পেয়ে ব্যবসায়ীকে ফেলে পালানোর সময় একজন ধরা পড়ে।
আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ভোরে নগরের কর্নেলহাট এলাকা এ ঘটনা ঘটে। গ্রেফার ওই অপহরণকারীর নাম নিজাম উদ্দিন রাসেল (৩০)।
পুলিশ জানিয়েছে, সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে নগরের এ কে খান মোড় থেকে সিরাজুল ইসলাম নামে এক ব্যবসায়ী অপহরণের শিকার হন। এরপর সিরাজের পরিবারের সদস্যদের মোবাইলে কল দিয়ে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। পরে তাঁর পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করে।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ বলেন, সিএনজিতে করে ওই ব্যবসায়ীকে নিয়ে নগরের কাট্টলী সাগরপাড় ও কর্নেলহাট এলাকায় ঘুরাঘুরি করছিলেন অপহরণকারীরা। পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে তাদের অবস্থান শনাক্ত করার বিষয়টি টের পেলে সিরাজকে গাড়ি থেকে ফেলে দিয়ে পালিয়ে যায় অপহরণকারীরা। পরে পুলিশ অভিযান চালিয়ে অপরহণের সঙ্গে জড়িত একজনকে গ্রেফতার করে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত আছে।