গাজীপুরের ঘটনার পর সারাদেশে অপারেশন ডেভিল হান্ট বা শয়তানের খোঁজ নামে একটি অভিযান শুরু করে যৌথ বাহিনী।
গণমাধ্যমের খবর অনুযায়ী যৌথ বাহিনীর এই অভিযানে এখন পর্যন্ত ৮৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশের দাবি, তাঁরা হাসিনার আওয়ামী লীগের সমর্থক।

গাজীপুরে এই উত্তেজনার আবহেই শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তাতে জানানো হয় ‘ডেভিল হান্ট’ নামে একটি বিশেষ অভিযান শুরু করছে যৌথ বাহিনী।
এ বিষয়ে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তারাই গ্রেফতার হবে।”
অপারেশন ডেভিল হান্ট শুরু পর গাজীপুরের বহু বাড়িতে তালা ঝুলতে দেখা গিয়েছে। বিশেষ করে সাবেক মন্ত্রী মোজাম্মেলের বাড়ির আশপাশের ৪০-৫০টি বাড়ির বেশির ভাগই তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে। ডাকাডাকি করেও সাড়া পাওয়া যাচ্ছে না।