বকেয়া বেতন পরিশোধের শর্তে সেনাবাহিনীর আশ্বাসে ১২ ঘণ্টা পর সড়ক ছেড়েছেন আন্দোলনরত শ্রমিকরা। এর আগে সোমবার সকালে আনোয়ারা ড্রেস মেকার্স লিমিটেড ও ফ্রাংক এ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা এ অবরোধ করেন।
সোমবার (৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে আইনশৃঙ্খলাবাহিনীর মধ্যস্থতায় সড়ক ছেড়ে যান তারা। তবে আগামীকাল মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) কর্মস্থলে যোগদান করলেও বেতন না পাওয়া পর্যন্ত দৈনিক কার্যক্রম শুরু করবেন না বলে ঘোষণা দিয়েছেন।
শ্রমিকরা সড়ক ছেড়ে দেয়ার পর বর্তমানে টেকনিক্যাল মোড় এলাকায় রাস্তার উভয় পাশের যানচলাচল স্বাভাবিক হয়েছে।

এ বিষয়ে শিল্প পুলিশ-৩ এর সহকারী পুলিশ সুপার মো. জসীম উদ্দিন বলেন, শ্রমিকদের দাবি অনুযায়ী তাদের ডিসেম্বর মাসের বেতন পরিশোধ করার আশ্বাস দিয়েছে মালিকপক্ষ। আগামীকাল ৫০ শতাংশ বেতন পরিশোধ করা হবে। বাকি ৫০ শতাংশ ১০ ফেব্রুয়ারির মধ্যে পরিশোধ করা হবে। পাশাপাশি ২৭ ফেব্রুয়ারির মধ্যে জানুয়ারি মাসের বেতন পরিশোধ করা হবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আশ্বাসের পর অধিকাংশ শ্রমিক ঘরে ফিরে গেছেন বিচ্ছিন্ন কিছু শ্রমিক এখনও ওই এলাকায় আছেন ঘোরাফেরা করছে। কিছু শ্রমিক কালকের মধ্যেই ডিসেম্বর মাসের পুরো বেতন পরিশোধের দাবি জানিয়েছেন।