চট্টগ্রাম নগরে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা।
আজ বৃহস্পতিবার ভোরে নগরের জিইসি এলাকায় এ মিছিল বের করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ছয়টার দিকে জিইসি মোড়ে মিছিলটি বের করা হয়। ৫ থেকে ১০ মিনিটের মধ্যেই মিছিলকারীরা সরে পড়েন।

আজ সকাল ১০টায় বাংলাদেশ ছাত্রলীগের অফিশিয়াল ফেসবুক পেজে মিছিলের একটি ভিডিও দেওয়া হয়। ১ মিনিট ২৭ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, জিইসি মোড়ে সিডিএ অ্যাভিনিউ সড়কের এক পাশে মিছিল করছেন ২০ থেকে ২৫ নেতা-কর্মী। এ সময় তাঁরা অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে স্লোগান দেন।
ভিডিওর ক্যাপশনে লেখা হয়, চট্টগ্রাম শহরের জিইসি মোড়ে মহানগর ও দক্ষিণ জেলা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ।
মিছিলে থাকাদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছেন নগর পুলিশের বায়েজিদ বোস্তামী অঞ্চলের সহকারী কমিশনার মো. রকিবুল হাসান। তিনি বলেন, জিইসি এলাকায় সকালে একটি মিছিল হয়েছে। তাঁদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।