১৪ই মার্চ, ২০২৫

চান্দগাঁওয়ে জুয়া এবং অসামাজিক কার্যকলাপের সময় হাতেনাতে আটক ৮ জন

শেয়ার করুন

চট্টগ্রাম শহরের চান্দগাঁও থানার শমসের পাড়া ও একটি হোটেলে অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের জুয়া এবং অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

দিবাগত রাত সোয়া ৩টা থেকে পৌনে ৪টা পর্যন্ত পরিচালিত অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার আটজন হলেন—মো. আলমগীর (৩১), মো. জিয়াউর রহমান (৪১), আনিসুর রহমান (৩৫), মো. নাইম (২০), মো. কামাল হোসেন (২৮), মো. নুরুল আমিন (২৪), মো. তৈয়ব (২১) এবং সানজিদা আক্তার প্রকাশ রনি (৩৫)।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানিয়েছেন, জুয়া খেলার সময় অভিযান চালিয়ে মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার ৫২টি তাস এবং নগদ ৫১০ টাকা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সিএমপি অধ্যাদেশ ৯৪ ধারায় চান্দগাঁও থানায় অধর্তব্য মামলা রুজু করা হয়েছে।

তিনি আরও জানান, অপর এক অভিযানে বহদ্দারহাট রেক্স হোটেল থেকে তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধেও সিএমপি অধ্যাদেশ ৭৬ ধারায় চান্দগাঁও থানায় নন-এফআইআর প্রসিকিউশন দাখিল করা হয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন