১৯শে মার্চ, ২০২৫

চট্টগ্রাম ওয়াসার এমডির স্বাক্ষর জাল করে কোটি টাকার জমি বিক্রি করে দিচ্ছিল ভূমিদস্যু সাহেব মিয়া!

শেয়ার করুন

চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনার পরিচালক মুহাম্মদ আনোয়ার পাশার স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে কয়েক কোটি টাকা মূল্যের ৭৫ একর জমি বিক্রি করার চেষ্টা করে কথিত ভূমিদস্যু সাহেব মিয়া।

আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ওয়াসার সহকারী সচিব মোহাম্মদ বাবুল আলম হাটহাজারী থানায় মামলা দায়ের করেছেন।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম ওয়সার ব্যবস্থাপনার পরিচালক মুহাম্মদ আনোয়ার পাশা গণমাধ্যমকে বলেন, আমার সই জাল করে জমি আত্মসাতের বিষয়ে থানায় মামলা করেছি। পুলিশ প্রশাসন বিষয়টি দেখবে।

মামলার এজাহারে বলা হয়, হাটহাজারী ফতেহবাদ এলাকার সাহেব মিয়া নামে একজন ব্যক্তি ওয়াসার এমডি মুহাম্মদ আনোয়ার পাশার সই জাল করেন। তারপর হাটহাজারীর দক্ষিণ পাহাড়তলী মৌজার ৫০ একর, চিকনদন্ডী মৌজার ২৫ একর জায়গাসহ মোট ৭৫ একর জায়গা ওই ব্যক্তি ভুয়া মালিক সেজে চট্টগ্রাম ওয়াসার নামে ভুয়া ছাড়পত্র তৈরি করে। তারপর বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে বিক্রি করার পায়তারা করছিল।

অথচ চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বা অন্য কোন কর্মকর্তা এইসব জমি ছাড়পত্র বা বিক্রয় ইস্যু করেনি। এই জমির মালিক ওয়াসাই। গতকাল বুধবার জাল ছাড়পত্র ওয়াসার অফিসে আসলে বিষয়টি কর্মকর্তাদের চোখে পড়ে। পরে যাচাই করে দেখা যায়, এই ধরনের কোনো জমি কাউকে দেয়নি ওয়াসা। ছাড়পত্রটিতে যে সিল, সই, অফিস স্মারক ব্যবহার করা হয়েছে তার সবই ছিল ভুয়া।

মামলার বাদী চট্টগ্রাম ওয়াসার সহকারী সচিব মোহাম্মদ বাবুল আলম বলেন, পুরো ভুয়া চক্রটির বিষয়ে থানায় মামলা করেছি। তারা কারা সেটি, পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে।

শেয়ার করুন

আরও পড়ুন