পাঠ্যবই থেকে আদিবাসী শব্দ বাদ দেওয়া এবং শব্দ পুনঃস্থাপনের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে চট্টগ্রামে মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।
আজ বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রাসেল আহমেদ, তানভীর শরীফ, আরিফ মইনুদ্দিন, রিদুয়ান সিদ্দিকী, আব্দুল্লাহ আল নোমান, রোহান রহমান প্রমুখ।
মানববন্ধনে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রাসেল আহমেদ বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নায্য অধিকার প্রদান করে জাতীয় ঐক্য তৈরি করতে হবে। একইসঙ্গে ছাত্রদের ওপর হামলাকারীদের ওপর দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।

চট্টগ্রাম জেলা সমন্বয়ক তানভীর শরীফ বলেন, ২৪’র জুলাইতেও আমরা রক্ত দিয়েছি ,২৫ এ এসেও কেনো রক্ত দিতে হবে। এ স্বাধীনতার পরও এভাবে বিচারের জন্য মাঠে নামাটা প্রশাসনের ব্যার্থতা প্রকাশ পায়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধি আরিফ মঈনুদ্দিন বলেন, জুলাইয়ে অর্জিত জাতীয় সংহতি ও ঐক্য ভাঙ্গনের যেকোন প্রচেষ্টাকে প্রতিহত করতে হবে, পাহাড়ি জনগোষ্ঠীর মর্যাদা, অধিকার এবং স্বীকৃতি প্রদান করতে হবে।
এছাড়া কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রুপাইয়া শ্রেষ্ঠার ওপর হামলার প্রতিবাদ জানানো হয়।